রহমত নিউজ 21 November, 2025 02:09 PM
সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ বলে রায় দেওয়ায় সর্বোচ্চ আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দলের আমীর খেলাফত মাওলানা মিয়াজী বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতেই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল। কিন্তু ২০১১ সালে অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করতে তৎকালীন সরকার আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দেয়। প্রধান বিচারপতি এবিএম খাইরুল হকের নেতৃত্বাধীন তৎকালীন আপিল বিভাগ ফ্যাসিস্ট সরকারের উদ্দেশ্য বাস্তবায়নের জন্যেই সেই ত্রুটিপূর্ণ রায়টি দিয়েছিল। সেই কলঙ্কিত রায়ের কারণেই বিগত তিনটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছিল। সেই কলঙ্ক থেকে বাংলাদেশ আজ মুক্ত হলো।
তিনি বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসায় বাংলাদেশের ভোটারদের সাথে আমরাও আনন্দিত।